Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জের ৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে


১০ মার্চ ২০১৯ ১১:০৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

সুনামগঞ্জ: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের ৯টি উপজেলার ৫৪১টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। রোববার (১০ মার্চ) সকাল ৮টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। একটানা ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আরও পড়ুন: উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতে ডিসি-এসপিকে ইসির নির্দেশ

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ২৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৫ জন প্রার্থীসহ ১৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি উপজেলার ১৩ লাখ ৬৩ হাজার ৬৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে। তাদের মধ্যে নারী ৬ লাখ ৮১ হাজার ৪৪৮ জন ও পুরুষ ভোটার ৬ লাখ ৮২ হাজার ২২২ জন। এসব উপজেলার ৩১৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্র কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে নির্বাচন কমিশন। এছাড়া ২২৩টি সাধারণ কেন্দ্রে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন: উপজেলা নির্বাচনে বাজেট ৯১০ কোটি টাকা

জেলা রির্টানিং কর্মকর্তা মো.শরিফুল ইসলাম সারাবাংলাকে বলেন, এখন পর্যন্ত শান্তি পূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ। কোনও প্রকার অভিযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য, জেলার ১১টি উপজেলার মধ্যে গত শুক্রবার জামালগঞ্জ উপজেলার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়া জগন্নাথপুর উপজেলায় গেলবার পুন: নির্বাচন হওয়ায় এখানে এ মেয়াদে কোনও নির্বাচন হচ্ছে না।

সারাবাংলা/এমএইচ

উপজেলা নির্বাচন ভোটগ্রহণ ভোটার

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর