Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাগারের কারুপণ্য


২১ জানুয়ারি ২০১৮ ১৫:২৩

শাহ্ ওমর, স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকাঃ সপ্তাহের প্রথম কর্মদিবস তাই রোববার( ২১ জানুয়ারি) বাণিজ্যমেলায় ভীড় কিছুটা কম। মেলায় ঘুরে হঠাৎ চোখ আটকে যায় পাঁচনম্বর প্যাভিলিয়নে। এই স্টলে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের আসবাবপত্র আর বাহারি সব কারুপণ্য।

সারাদেশের কারাগারের কয়েদিরাই এসব পণ্যের কারিগর। দেশের ৩৮টি কারাগারের বন্দিরাই তৈরী করছেন মনকাড়া ডিজাইনের এসব আসবাবপত্র। শৈল্পিক এসব কুটিরশিল্পের পণ্য দেখতে অনেক ক্রেতায় ভীড় করেছেন এই প্যাভিলিয়নে। প্রত্যেকটা পণ্যের উপর কাগজের টোকেনে লেখা আছে কয়েদির নাম।

বরিশাল কারা কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম খান সারাবাংলাকে বলেন, বন্দিদের উৎপাদিত এসব পণ্যের কাঁচামালগুলো টেন্ডারের মাধ্যমে কিনেন স্থানীয় কারা কর্তৃপক্ষ। সেখান থেকে কাঁচামাল গুলো সরাসরি উৎপাদন শাখায় চলে যায়। পরে বন্দিদের কাজগুলো ভাগ করে দেয় কারা কর্মচারীরা। দিনশেষে কারাবন্দিদের তৈরি পণ্যগুলো বুঝে নেয় কর্তৃপক্ষ ।

পরে কারা মহাপরিদর্শক এর আদেশে এই পণ্যগুলো বিক্রি করা হয়। তবে বাণিজ্য মেলায় এবারই প্রথম প্যাভিলিয়নে বেচাকেনা চলছে।

কারাবন্দীদের তৈরি এসব পণ্যের বিক্রির পর লাভের সাইত্রিশ শতাংশ সরকারের খাতায় চলে যায় । বাকি টাকার কিছু অংশ পান কারাবন্দীরা। অন্যদিকে, এসব শিল্পকর্ম তৈরির কারণে তাদের সাজাও কমে আসে।

কারাবন্দী প্যাভিলিয়নে আসা এক ক্রেতা হোসনে আরা সারাবাংলাকে বলেন, প্যাভিলিয়নের বাইরে যখন লেখা দেখলাম বন্দীশালায় তৈরি কারাপণ্য তখন ভাবলাম নিশ্চয় অন্যরকম একটা ব্যাপার হবে। তাই আমি দেখতে এসেছি। দেখে এতো ভালো লাগলো এখন কেনাকাটা করছি।

বিজ্ঞাপন

আরেকজন ক্রেতা রুমেল হক জানান, সাজাপ্রাপ্ত অপরাধীদের তৈরি এসব পণ্যে মিশে আছে তাদের শ্রম ও আবেক। এই প্যাভিলিয়নের বিক্রেতারা জানান,গড়ে প্রতিদিন লাখ টাকার উপরে বিক্রি করছেন তারা।

সারাবাংলা/এসও/জেডএফ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর