Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কার্বন নিঃসরণে দায়ী না হলেও খেসারত দিতে হবে: অর্থমন্ত্রী


১০ মার্চ ২০১৯ ১৫:০৩

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে সারাবিশ্বে ইতোমধ্যে উপকূলীয় জমি হারিয়েছি ২৬ শতাংশ। প্রতিবছর ২ হাজার হেক্টর হারাচ্ছি বিশ্বে। আমরা কার্বন নিঃসরণ কম করছি কিন্তু খেসারত দিতে হবে আমাদের মতো দেশগুলোকে। এক্ষেত্রে চীন, আমেরিকাসহ উন্নত দেশগুলো বেশি দায়ী। এর বিরুদ্ধে কথা বলতে হবে।’

রোববার (১০ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত দুই দিনব্যাপী শক্তি ও সাশ্রয়ী জ্বালানি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুস্তফা কামাল বলেন, ‘তাইওয়ানে রেশন হিসাবে পানি দেওয়া হচ্ছে। পার্সোনাল পানির কানেকশনগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে কিছু দেশে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বিশ্বে মাত্র ২৭২ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে, যা খুবই সামান্য।’

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘৫৩৫ মিলিয়ন ইয়েন এনার্জিতে সহায়তা করেছে এডিবি। আমাদের চাহিদা ব্যবস্থাপনা এবং ইনভেস্টমেন্ট রির্টান সঠিকভাবে ব্যবহার করাই হলো মূল চ্যালেঞ্জ।’

বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস বলেন, ‘গত ৫০ বছর ধরে গ্রিন এনার্জিতে বিনিয়োগ কার্যক্রম চলছে। আমাদের এখন ৫ দশমিক ৩ মিলিয়ন সোলার হাউস সিস্টেম আছে। আমারা ২০৩০ সালের ভেত মোট বিদ্যুতের ১০ শতাংশ সোলার সিস্টেমে আওতায় নিয়ে আসবো।’

ইডকলের সিইও মাহমুদ মালিক বলেন, ‘অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ক্লিন এনার্জি সামিট (বিসিইএস) নামক এই আন্তর্জাতিক সেমিনার এবং এক্সপো জ্বালানি দক্ষতা, নবায়নযোগ্য শক্তি, সবুজ বিল্ডিং এবং গ্রিন ফাইনান্সকে প্রচার করবে। সাশ্রয়ী মূল্যের অগ্রিম নবায়নযোগ্য শক্তি ও সংরক্ষণ প্রযুক্তির প্রচার, নবায়নযোগ্য শক্তি, শক্তি দক্ষতা ও সংরক্ষণ এবং উপলব্ধ অর্থায়ন বিকল্পগুলিতে জনসাধারণের সচেতনতা বৃদ্ধি, ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি কমন প্ল্যাটফর্ম সহজ এবং স্থানীয় ও আন্তর্জাতিক নির্মাতাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করবে।’

বিজ্ঞাপন

মোট ১১টি প্রতিষ্ঠান প্লাটিনাম, গোল্ড ও সিলভার ক্যাটাগরিতে বাংলাদেশ ক্লিন এনার্জি সামিট স্পন্সর করছে। কনফিডেন্স গ্রুপ ও বসুন্ধরা গ্রুপ প্লাটিনাম, বাংলাট্রাক, ম্যাক্স, রিজেন্ট অ্যানার্জি অ্যান্ড পাওয়ার, কর্ণফুলী পাওয়ার, শক্তি পাম্প, গোল্ড স্পন্সর এবং সিটি গ্রুপ, পারটেক্স পেট্রো, সেভেন রিংস সিমেন্ট ও সামিট করপোরেশন সিলভার স্পন্সর হিসাবে আছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই-ইলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমাদ কায়কাউস। স্বাগত বক্তব্য রাখেন ইড কলের এক্সিকিউটিভ ডিরেক্টর মাহমুদ মালিক।

সারাবাংলা/জেজে/এমআই

অর্থমন্ত্রী কার্বন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর