Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আইন মেনে চলার তাগিদ শিক্ষামন্ত্রীর


১০ মার্চ ২০১৯ ১৫:২০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আইন মেনে চলবে এবং দেশের শিক্ষাখাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রোববার (১০ মার্চ) সকালে চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদের কথা বলেন।

দীপু মনি বলেন,  ‘আমাদের যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে, তারা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ মেনে সঠিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা করবে, এই আশা করছি। আমাদের শিক্ষাখাতে যেসব পরিবর্তন হচ্ছে, এর সঙ্গে তাল মিলিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অবশ্যই ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছি।’

শিক্ষা প্রতিষ্ঠানে মানবিকতা, নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। একইসঙ্গে শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, মৌলবাদ ও জঙ্গিবাদ থেকে দূরে থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

আওয়ামী লীগের টানা তৃতীয় দফা মেয়াদে শিক্ষা মন্ত্রণালয়ের হাল ধরা দীপু মনি বলেন, ‘আমরা তো এখন শিক্ষার ক্ষেত্রে যখন মান্নোয়নের কথা বলছি। এটা করতে হলে আমাদের যে কারিকুলাম আছে, সেটার পাশাপাশি শিক্ষার্থীদের মনের মধ্যে মানবিকতা, নৈতিকতা, দেশপ্রেম, সততা, কর্তব্যবোধ, নিষ্ঠা এবং আন্তরিকতা- এই মূল্যবোধগুলো প্রোথিত করে দিতে হবে।’

সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করতে হলে সোনার মানুষ লাগবে। সেই সোনার মানুষ হিসেবে তোমরা আশা করি নিজেদের গড়ে তুলবে। জাতি তোমাদের কাছ থেকে যে কর্তব্যবোধ আশা করে, সেটিকে মাথায় রেখে নিজেদের গড়ে তুলবে। মাদক, সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গিবাদ থেকে নিজেদের দূরে রাখবে। শৃঙ্খলা খুব জরুরি। একজন মানুষের লক্ষ্য ও অর্জনের মধ্যে সেতু হচ্ছে শৃঙ্খলা।’

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘স্বপ্নের সমান হতে পারবে যদি স্বপ্ন থাকে। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছিলেন—স্বপ্ন সেটি নয়, যেটি তুমি ঘুমিয়ে দেখ, স্বপ্ন সেটি যা তোমাকে ঘুমাতে দেয় না। সবাই স্বপ্ন দেখবে। একটি উন্নত সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখবে। এই বিশ্বকে তোমরা একটি শান্তিময় বিশ্ব হিসেবে গড়ার স্বপ্ন দেখবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বলি, জীবনমুখী শিক্ষার কথা। আমরা বলি, জ্ঞানই শক্তি। কিন্তু শুধু জ্ঞানই শক্তি নয়। জ্ঞানকে যখন বাস্তবায়ন করা যায়, সেটাই হয় ক্ষমতা। শিক্ষার্থীরা জ্ঞানের সন্ধানে থাকবে, এটাই প্রত্যাশা।’

শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের তথ্য উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন বাজেটে প্রতিবছর শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে। নতুন নতুন স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে। বছরের প্রথমদিন প্রায় ৩৫ কোটি নতুন বই বিতরণ করা হচ্ছে, যেটাকে আমরা বলছি বই উৎসব। প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত বৃত্তি এবং উপবৃত্তি প্রদান করা হচ্ছে।’

এছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন, ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাশরুম নির্মাণ এবং বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ তৈরির উদ্দেশে বঙ্গবন্ধু ফেলোশিপ অব সাইয়েন্স অ্যান্ড আইসিটি টেকনোলজি এবং জাতীয় বিজ্ঞান ফেলোশিপের তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এছাড়া নতুন নতুন উদ্ভাবন ও গবেষণায় প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

নগরীর নাসিরাবাদে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবর্তনে আরও বক্তব্য রাখে ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন, ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ও প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান এবং উপাচার্য ড. মুহাম্মদ সিকান্দার খান।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমআই

দীপু মনি শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর