Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইথিওপিয়ায় ১৫৭ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত


১০ মার্চ ২০১৯ ১৬:১৬

।। আন্তজাতিক ডেস্ক ।।

১৫৭ জন আরোহী নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ১৪৯ জন যাত্রী ও ৮ জন ক্রু নিয়ে ফ্লাইট ইটি-৩০২, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাচ্ছিল।

স্থানীয় সময় রোববার (১০ মার্চ) সকাল ৮টা ৪৪ মিনিটে বিমানটি দুর্ঘটনায় পড়ে বলে এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানিয়েছেন।  ধারণা করা হচ্ছে বিমানযাত্রীদের কেউই আর বেঁচে নেই। খবর বিবিসির।

ইথিওপিয়ার প্রেসিডেন্ট আবেই আহমেদ বিমান দুর্ঘটনার ঘটনায় শোক প্রকাশ করেছেন।

তাৎক্ষণিকভাবে বিমান দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে ইথিওপিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে বিধ্বস্ত বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ২০১৬ সালে আকাশে উড়া ৭৩৭ ম্যাক্স-৮ বোয়িং বিমান একেবারেই নতুন। গত বছর বিমানটি ইথিওপিয়ার বিমান বহরে যুক্ত হয়।

এর আগে, একই মডেলের লায়ন এয়ারের একটি বিমান ১৯০ জন  যাত্রী নিয়ে জাভা সাগরে বিধ্বস্ত হয়েছিল। পাঁচ মাস আগের সেই দুর্ঘটনায় সব যাত্রীর মৃত্যু হয়েছিল।

সারাবাংলা/এমআই/এনএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর