Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে ব্যালট ছিনতাই ও জাল ভোটের অভিযোগে ২ কেন্দ্র স্থগিত


১০ মার্চ ২০১৯ ১৬:৩৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাচনে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্র দুটি হলো শহরের তেঘরিয়া মাদ্রাসা ও আব্দুর রহমান পৌর প্রাথমিক বিদ্যালয়।

ব্যালট বই ছিনতাই ও জাল ভোট দেওয়ার অভিযোগে রোববার (১০ মার্চ) বিকেলে কেন্দ্রদুটির ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এর মধ্যে এক প্রার্থীর সমর্থকরা ১৫ নং কেন্দ্র আব্দুর রহমান পৌর প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ঢুকে জোর করে ব্যালটে সিল মারতে চান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে তারা সেখান থেকে পালিয়ে যান। বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

এছাড়া শহরের ১৩ নম্বর কেন্দ্র তেঘরিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে ৬ টি ব্যালট বই ছিনতাই করে নিয়ে যায় সন্ত্রাসীরা। ফলে সেখানেও ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা জানান, দুটি কেন্দ্রর ভোট স্থগিত করে দেওয়া হয়েছে। এগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত পরে জানিয়ে দেওয়া হবে।

সারাবাংলা/এসএমএন

উপজেলা পরিষদ নির্বাচন ব্যালট ছিনতাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর