Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচন: ৭ দাবি জানিয়ে ভিসিকে স্মারকলিপি কয়েকটি জোটের


১০ মার্চ ২০১৯ ১৬:৫৩

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

ঢা‌বি: আগামীকাল সোমবার ডাকসু নির্বাচন সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে স্মারক‌লি‌পি দিয়েছে নির্বাচনে অংশ নেওয়া কয়েকটি জোট। স্মারক‌লি‌পিতে ৭ দফা দাবি জানিয়েছে তারা।

রোববার (১০ মার্চ) বিকেল চারটার দিকে ডাকসু নির্বাচ‌ন সংক্রান্ত নানা অস্বচ্ছতার অভিযোগ তুলে উপাচার্যের কার্যালয়ে তারা এসব দা‌বিতে স্মারকলিপি দেন।

এসময় কোটা সংস্কার আন্দোলনের ভি‌পিপ্রার্থী নুরুল হক নুর ও ‌জিএস প্রার্থী রাশেদ খান, স্বতন্ত্র স্বাধিকার প‌রিষদের জিএস প্রার্থী আসিফুর রহমান, বামজোটের ভি‌পি প্রার্থী লিটন নন্দী ও স্বতন্ত্র জোটের অরণী সেম‌ন্তি খান, স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়া জিএসপ্রার্থী ছাত্র ফেডারেশনের সভাপতি উম্মে হাবিবা বেনজীরসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

তাদের দা‌বিগুলো হলো- ভোট গ্রহণের সময় চার ঘণ্টা বাড়ানো, অবাধ ভোট গ্রহণের সুযোগ তৈ‌রি করা, স্বচ্ছ ব্যালট বাক্স দেওয়া, পর্যবেক্ষকদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা নি‌শ্চিত করা, হলে ব্যালট পেপার রাতেই না পাঠানো এবং প্রতি‌টি রুটে সকাল থেকে ১০টা বাস দেওয়া।

স্মারক‌লি‌পি দেওয়া শেষে বামজোটের ভি‌পি প্রার্থী লিটন নন্দী বলেন, ‘আপনারা ভোট দিতে আসবেন। সুরক্ষা দেওয়ার দা‌য়িত্ব আম‌াদের।’

ঢাবি উপাচা‌র্য কার্যালয়ে ৪ প্যানেলের ভি‌পি-জিএস, বিক্ষোভ

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে দাঁড়ানা ভি‌পি প্রার্থী নুরুল হক নুর বলেন, ‘৩০ ডিসেম্বরের মতো নির্বাচন যেন না হয়। অবাধ স্বচ্ছ ভোট প্রদানে আমরা সবাই একতাবদ্ধ।’

বিজ্ঞাপন

স্বতন্ত্রজোট থেকে ভি‌পি প্রার্থী অরণী সেম‌ন্তি খান ব‌লেন, ‘একজন ভোটারও য‌দি ভোট দি‌তে বাধা পায়, আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব।’

সারাবাংলা/কেকে/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর