Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংস্কৃতি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে সুবর্ণা মুস্তাফা


১০ মার্চ ২০১৯ ১৮:১৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন অভিনেত্রী ও সরকারি দলের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। রোববার (১০ মার্চ) বিকেলে এই অভিনেত্রীকে কমিটিতে যুক্ত করা হয়।

জাতীয় সংসদ অধিবেশনে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী সংসদ নেতার অনুমতিক্রমে সংস্কৃতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠনের  প্রস্তাব করেন। এসময় তা কণ্ঠভোটে পাস হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এসময় সভাপতিত্ব করেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালেদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মমতাজ বেগম, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, সাগুফতা ইয়াসমিন এমিলি, অসীম কুমার উকিল, মাসুদা এম রশীদ চৌধুরী ও সেলিনা ইসলাম।

সারাবাংলা/এএইচএইচ/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর