Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতাল নির্মাণে আরব আমিরাতের সহায়তা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী


১০ মার্চ ২০১৯ ১৯:১২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীতে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ক্যান্সার হাসপাতালসহ দেশের আট বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল নির্মাণে সংযুক্ত আরব আমিরাতের সহায়তা চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  রোববার (১০ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেশটির রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আলমেহিরি সাক্ষাৎ করতে এলে তিনি এই সহায়তা চান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ক্যান্সার ও কিডনি রোগীদের জন্য রাজধানীতে দুটি পৃথক সরকারি হাসপাতাল থাকলেও তা পর্যাপ্ত নয়।  বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা রোগীদের চাহিদা মেটাতে এগুলোর সুবিধা খুবই অপ্রতুল।’

ক্যান্সার ও কিডনি রোগের চিকিৎসায় হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে রয়েছে বলেও স্বাস্থ্যমন্ত্রী জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সে অনুযায়ী দেশের আট বিভাগে ক্যান্সার হাসপাতাল এবং জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোয় কিডনি ইউনিট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ’

এই উদ্যোগে আরব আমিরাত সরকারের সহায়তা চেয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে দেশের প্রান্তিক ও তৃণমূল জনসাধারণ ব্যাপক উপকৃত হবে।’

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, আরব আমিরাতের নূর দুবাই ফাউন্ডেশনের সিইও ডা. মানাল তারিমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় রাষ্ট্রদূত আরব আমিরাতের নূর দুবাই ফাউন্ডেশনের উদ্যোগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চোখের রেটিনা ও গ্লুকোমা চিকিৎসা সুবিধা সংযোজনের পরিকল্পনা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রীকে জানান।

বিজ্ঞাপন

বাংলাদেশে স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করার জন্য আরব আমিরাতের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য সর্বোত্তম পরিবেশ বিরাজ করছে। এদেশের বিশাল জনসংখ্যার চাহিদা অনুযায়ী বিনিয়োগেরও ব্যাপক সুবিধা রয়েছে।’

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে জাহিদ মালেক বলেন, ‘আরব আমিরাতে শ্রমিকসহ বিভিন্ন পেশায় বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ কাজ কছে। তাদের সম্মিলিত অংশগ্রহণ সে দেশের উন্নয়নেও অবদান রাখতে পারছে বলে বাংলাদেশ গর্বিত।’ ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও বেশি মানব সম্পদ যেন সেদেশে যেতে পারে, সে লক্ষ্যে সহায়তা করার জন্য রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী।

সারাবাংলা/জেএ/এমএনএইচ

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর