Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ ঘণ্টা দেরিতে শুরু রোকেয়া হলের ভোট


১১ মার্চ ২০১৯ ০৯:১৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে: সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও, ভোটগ্রহণ বিলম্বিত হয়েছে। ভোটগ্রহণ শুরু হয়েছে এক ঘণ্টা দেরিতে।

শারমিন আক্তার সেতু নামে রোকেয়া হলের এক শিক্ষার্থী জানান, সকাল  ৯টা ৫ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়েছে।

এসময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের এই শিক্ষার্থী তার পরিচয়পত্র নিশ্চিত করেন।

ঠিক সময়ে ভোটগ্রহণ শুরু না হওয়ার বিষয়টি স্বীকার করেছেন হলের প্রশাসনিক কর্মকর্তা সালমা আক্তার। তিনি সারাবাংলাকে বলেন, প্রক্রিয়াগত কিছু সমস্যার কারণে ভোট দেরিতে শুরু হয়েছে।

এর আগে,সরেজমিনে দেখা যায়, রোকেয়া হলে সকাল ৯টা পর্যন্ত শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তখন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিলম্বিত শুরুর কারণে নির্ধারিত সময়েও যদি শিক্ষার্থীরা ভোট দিতে না পারেন, তাহলে তারা ভোট নিতে বাড়তি সময় অপেক্ষা করবেন।

এদিকে, ভোটের কক্ষগুলোতে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন গণমাধ্যমকর্মীরা।

সোমবার (১১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ২৮ বছর পর হওয়া এই নির্বাচনে সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বেলা ২টা পর্যন্ত।

সারাবাংলা/জিএস/এনএইচ

ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোকেয়া হল

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর