Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এখনো গুরুতর অভিযোগ নেই, তবে ভোটগ্রহণ প্রক্রিয়া ধীর’


১১ মার্চ ২০১৯ ০৯:২৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে: এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর যৌথ প্যানেল থেকে ভিপি (সহ-সভাপতি) প্রার্থী লিটন নন্দী। তবে তার অভিযোগ ভোটগ্রহণ প্রক্রিয়া হচ্ছে ধীর গতিতে।

লিটন নন্দী সারাবাংলা কে বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই হচ্ছে, অনিয়মের কোন অভিযোগ পাইনি। তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।

তিনি আরও বলেন, সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন এতে করে বোঝা যাচ্ছে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। তবে ভোটের গতির প্রক্রিয়া অত্যাস্ত ধীর। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।

অনিয়মের অভিযোগ পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে লিটন নন্দী বলেন, আমরা কিছু অনিয়মের খবর পেয়েছি তবে যেগুলো এখনও বলার মত নয়। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত আছে বলে আমরা মনে করছি।

সোমবার (১১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ২৮ বছর পর হওয়া এই নির্বাচনে সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ, চলবে বেলা ২টা পর্যন্ত।

সারাবাংলা/জিএস/এনএইচ

ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর