Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘লাইনে যারা দাঁড়াচ্ছে তারাই ভোট দিতে পারছে’


১১ মার্চ ২০১৯ ০৯:৫৯

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে হাজী মোহাম্মদ মুহসিন হল কেন্দ্রে ভোট দিয়েছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সোমবার (১১ মার্চ) সকাল ৯টা ১১ মিনিটে নিজের বৈধ আইডি কার্ড দেখিয়ে ভোট দেন তিনি।

শোভন  এবারের ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন।

উপস্থিত সাংবাদিকদের ভোটের পরিবেশ সম্পর্কে শোভন বলেন, হলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখলাম। এখানে সকাল থেকে শিক্ষার্থীরা আছেন লাইন ধরে। দীর্ঘ ২৮ বছর পর ভোট দিতে পেরে তারা আনন্দিত। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন স্বচ্ছ ও সুন্দর হচ্ছে তা মহসিন হলের পরিবেশ দেখে বুঝা যাচ্ছে।

কুয়েত-মৈত্রী হলের ছাত্রীদের ভোট বর্জন ও সিল মারা ব্যালট পাওয়া প্রসঙ্গে শোভন বলেন, বিষয়টা আমি জানি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকরা এসব দেখবে।

ছাত্রদলের ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ প্রসঙ্গে শোভন বলেন, লাইনে যারা দাঁড়াচ্ছে তারাই ভোট দিতে পারছে। তাদের এই অভিযোগগুলো গুজব হিসেবেই দেখা হচ্ছে।

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও এসময় জানান শোভন।

সারাবাংলা/টিএস/এনএইচ

ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর