Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনাবাসিক ছাত্রদের শহীদুল্লাহ হলে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ


১১ মার্চ ২০১৯ ১১:৫৫

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: অনাবাসিক শিক্ষার্থীদের ডাকসু নির্বাচনে ভোট দিতে হলে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের শিক্ষার্থীদের। তারা জানিয়েছে অনেক ছাত্র ভোট দিয়ে আবারও লাইনে এসে দাঁড়াচ্ছে ফলে হলের ভেতরে লাইন পূর্ণ থাকাই বাইরের শিক্ষার্থীরা লাইনে এসে দাঁড়াতে পারছে না।

সোমবার (১১ মার্চ) সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

তিন ঘণ্টা পর কুয়েত মৈত্রী হলে ভোট শুরু

ভোট দেওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা শহীদুল্লাহ হলের অনাবাসিক ছাত্র রাকিব আহসান বলেন, ‘ভোট দেওয়ার জন্য দুই ঘণ্টা ধরে হলের বাইরে দাঁড়িয়ে আছি। ভেতরে লাইন শেষ না হওয়ায় বাইরে থেকে গিয়ে লাইনে দাঁড়ানোর সুযোগ পাচ্ছি না। দুইটার মধ্যে লাইনে দাঁড়াতে না পারলে ভোট দিতে পারবো না।’

এ বিষয়ে শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র ও ছাত্রলীগের শহীদুল্লাহ হলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক হেলালুদ্দিন বলেন, ‘এগুলো গুজব, সত্যি না। পলিটিক্যালি আমাদের হেয় করার উদ্দেশ্যে এগুলো প্রচার করা হচ্ছে।’

শহীদুল্লাহ হলের নির্বাচন পরিস্থিতি দেখতে সেখানে যান সহসভপতি প্রার্থী অরণি সেমন্তী খান। যারা বাইরে দাঁড়িয়ে আছে তাদের হলের ভেতরে নেওয়ার দাবি করে তিনি বলেন, ‘তাদের লাইনে দাঁড়ানোর সুযোগ না দিলে নির্ধারিত সময়ের পরে তারা ভোট দিতে পারবে না। তাই তাদের লাইনে দাঁড়ানোর সুযোগ দেওয়া হোক।’

এ বিষয়ে জানতে চাইলে শহীদুল্লাহ হলের প্রভোস্ট ড. হুমায়ন আখতার বলেন, ‘এই অভিযোগ আমরা পেয়েছি। আমি চেষ্টা করছি যাতে সবাই লাইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। আমি তাদের সঙ্গে গিয়ে কথা বলেছি। এখানে দ্বিতীয়বার ভোট দেওয়ার কোনো সুযোগ নেই।’

সারাবাংলা/টিএস/এমআই

ডাকসু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর