‘পৌনে বারোটা পর্যন্ত ভোট পড়েছে ২০-২৫ শতাংশ’
১১ মার্চ ২০১৯ ১২:৫৭
।। ঢাবি করেসপন্ডেন্ট।।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচনে বেলা পৌনে বারোটা পর্যন্ত ২০-২৫ শতাংশ ভোট পড়েছে। নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষক শিক্ষকরা এই তথ্য জানিয়েছেন।
এর আগে, সোমবার (১১ মার্চ) ডাকসু ও হল সংসদের নির্বাচন শুরু হয় সকাল ৮টা থেকে, ভোটগ্রহণ শেষ হবে ২টায়।
ডাকসু নির্বাচন পর্যবেক্ষক উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা কয়েকটি হল পর্যবেক্ষণ করেছি। গড়ে ২০-২৫ শতাংশ ভোট কাস্টিং হয়েছে বলে আমরা দেখেছি। বুথে প্রবেশের আগে জটলা রয়েছে। এই জটলা বুথে যাওয়ার গতিকে নিয়ন্ত্রণ করছে।
তিনি আরও বলেন, একেকজনের ভোট গ্রহণের জন্য তিন মিনিট করে সময় লাগবে বলে ধরা হয়েছিল। কিন্তু সেটা হচ্ছে না। সময় লাগছে ৫-৭ মিনিট। ১৪ মিনিট ধরেও একজন ভোটারকে বুথের ভেতর তারা অবস্থান করতে দেখেছেন বলে জানান।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০জন শিক্ষক ব্যক্তিগত উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন জানিয়েছিলেন। কর্তৃপক্ষের আবেদন অনুমোদন-ক্রমেই তারা এই নির্বাচন পর্যবেক্ষণ করছেন। পর্যবেক্ষণ দলে রয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, অধ্যাপক ড. ফাহমিদুল হক প্রমুখ।
সারাবাংলা/কেকে/এনএইচ