Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হঠাৎ মাথা ঘুরিয়ে অসুস্থ নুর, ল্যাবএইডে চিকিৎসাধীন


১১ মার্চ ২০১৯ ১৪:৩৮ | আপডেট: ১১ মার্চ ২০১৯ ১৮:০১

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি প্রার্থী নুরুল হক নুর ক্যাম্পাসে হামলার শিকার হয়ে আহত হয়েছেন এমন অভিযোগ উঠেছে। একই সঙ্গে এও অভিযোগ রয়েছে যে এটি পুরোটাই নুরের অভিনয়।

তবে ওই ঘটনার পর তাকে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে অভিযোগ ওঠে রোকেলা হলে নুরুল হক নুরের ওপর ছাত্রলীগের নারী কর্মীরা হামলা করেছেন। পরে একটি ভিডিও চিত্রে দেখা যায়, একটি বিক্ষোভের মধ্যে পড়ে হঠাৎ মাথা ঘুরিয়ে এলিয়ে পড়েন নুর। এসময় বিক্ষোভকারীদের কেউ কেউ তার মাথায় পানি ঢালছেন এমনটাও রয়েছে ওই ভিডিও চিত্রে।

তবে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কর্মীরা দাবি করেন, রোকেয়া হলে নয়টি ব্যালট বক্সের তিনটি পাওয়া যাচ্ছে না এমন অভিযোগের পর তা জানার জন্য সেখানে যান নুরুল হক নুর। এর আগেই ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুলক হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী হল প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদার সঙ্গে একটি বৈঠক করছিলেন। বৈঠক শেষে বের হয়ে এলে কি বিষয়ে বৈঠক হয়েছে নুর তা জানতে চাইলে ছাত্রলীগের নারী কর্মীরা তার ওপর হামলা করেন।

সারাবাংলা/কেকে/এনএইচ

ছাত্রলীগ ডাকসু নির্বাচন নুরুল হক নুর হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর