Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১


১১ মার্চ ২০১৯ ২০:০০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা হাতেনাতে আটক করে কামরুল হাসান বিপ্লব (২১) নামে একজনক। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

রোববার (১০ মার্চ) রাত ১০টার দিকে এসব ঘটনা ঘটে। পরে

নির্যাতিতা কিশোরীর (১৫) বাবা জানান, স্কুলে আসা-যাওয়ার পথে কামরুল হাসান বিপ্লব প্রায়ই তার মেয়েকে উত্যক্ত করতো। রোববার রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তার মেয়ে ঘর থেকে বের হয়। এসময় আগে থেকে লুকিয়ে থাকা বিপ্লব ওই কিশোরীকে জোর করে তুলে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে ওই কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং বিপ্লবকে হাতেনাতে ধরে ফেলে। পরে, স্থানীয়রাই কোম্পানীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরীকে উদ্ধার করে এবং বিপ্লবকে থানায় নিয়ে যায়।

গ্রেফতার বিপ্লব চরকাঁকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সফি সর্দার বাড়ীর বাসিন্দা।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করে নোয়াখালীর বিচারিক আদালতে হাজির করলে, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এছাড়া ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এসএমএন

নোয়াখালী স্কুলছাত্রী ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর