Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাসদ ছাত্রলীগেরও ভোট বর্জন


১১ মার্চ ২০১৯ ২০:২৬

।। ঢাবি করেসপন্ডেন্ট।।

ঢাবি: ডাকসু ও হল সংসদ নির্বাচন বর্জন করেছে জাসদ ছাত্রলীগ (বিসিএল)। সোমবার (১১ মার্চ) বিকেলে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের এই ঘোষণা দেওয়া হয়।

এ নিয়ে মোট আটটি প্যানেল ডাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচন বর্জন করল। এর আগে জাতীয়তাবাদী ছাত্রদল, বাম ছাত্র সংগঠনের জোট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বতন্ত্র জোট ও স্বাধিকার পরিষদ সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএল’র কেন্দ্রীয় সভাপতি মো. শাহজাহান আলী সাজু, সাধারণ সম্পাদক গৌতম শীল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মাহফুজুর রহমান রাহাত, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিজয়, ভিপি পদপ্রার্থী মো. নাইম হাসান প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নতজানু ভূমিকা এবং ক্ষমতাসীন ছাত্র সংগঠনের স্বেচ্ছাচারিতায় ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থীদের বিপুল উৎসাহ উদ্দীপনা ম্লান হয়ে গেছে। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচন আজ জাতীয় সংসদ নির্বাচনের মতোই প্রশ্নবিদ্ধ।’

‘কুয়েত মৈত্রী হলে বস্তাভর্তি ব্যালট আমাদের ব্যাথিত করেছে। ক্ষমতাসীন ছাত্র সংগঠন কৃত্রিম লাইন সৃষ্টির মধ্য দিয়ে ভোট গ্রহণকে প্রলম্বিত করে অনাবাসিকসহ অনেক ভোটারকে তাদের ভোট না দিয়ে চলে যেতে বাধ্য করেছে। কর্তৃপক্ষকে তা বারবার জানানোর পরেও এর কোন সুরাহা হয় নাই। ভিপি প্রার্থীসহ কয়েকজন প্রার্থীর উপর হামলা ও সূর্যসেন হলে সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা জানাই।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘ইতোমধ্যে কয়েকটি প্যানেলের প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। নির্বাচন নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ–বিসিএল মনোনীত নাইম-শাহরিয়ার-ফাহিম পরিষদ চরম হতাশ ও ক্ষুব্ধ। নানা অনিয়মের মধ্য দিয়ে অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল যাহাই হোক না কেন আমরা তা প্রত্যাখ্যান করলাম। নির্বাচন নিয়ে ভোটার ও প্রার্থীরা যে প্রশ্ন উত্থাপন করেছে তা নিরসনে পুনরায় ভোটগ্রহণই একমাত্র যৌক্তিক সমাধান বলে আমরা মনে করি।’

বিজ্ঞাপন

এসময় পুনরায় ভোট গ্রহণের দাবিতে মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়।

সারাবাংলা/এসএমএন

জাসদ ছাত্রলীগ ডাকসু নির্বাচন ভোট বর্জন

বিজ্ঞাপন

ঢামেকে অভিযানে ২১ দালাল আটক
২৫ নভেম্বর ২০২৪ ১৩:২০

আরো

সম্পর্কিত খবর