Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসই-সিএসইতে লেনদেন বেড়েছে ১২০ কোটি টাকা


১২ মার্চ ২০১৯ ১৬:২৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: পুঁজিবাজারে আবারো কমেছে সূচক। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে প্রায় ৮ পয়েন্ট। তিনটি সূচকের মধ্যে দুইটি সূচক কমলেও বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেন। এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে ১১৫ কোটি টাকারও বেশি।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই অবস্থা দেখা গেছে। এদিন সিএসইতে সূচক কমলেও বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেন। দিনশেষে সিএসইতে লেনদেন বেড়েছ প্রায় ৪ কোটি টাকা।

মঙ্গলবার (১২ মার্চ) ডিএসই’তে ৩৪৫টি কোম্পানির ১১ কোটি ৩১ লাখ ২৮ হাজার ২৪১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৬০টির, কমেছে ২৬১টির। অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার। এদিন ডিএসইতে ৬২১ কোটি ৯৯ লাখ ১৯ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। গতদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৫০৬ কোটি ৮৪ লাখ টাকা।

এদিন ডিএসই’র ব্রড ইনডেক্স গত কার্যদিবসের চেয়ে ৮ পয়েন্ট কমে ৫ হাজার ৬৮২ পয়েন্ট দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩ পয়েন্ট। আর ডিএসইএস শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩০৩ পয়েন্টে নেমে আসে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬১টি কোম্পানির ৪৭ লাখ ১৭ হাজার ৫০১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৪৪টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার। দিন শেষে সিএসইতে ১৯ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৭ হাজার ৪৬৮ পয়েন্ট থেকে ৪৭ পয়েন্ট কমে ১৭ হাজার ৪২১ পয়েন্টে দাঁড়ায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর