Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের ১০ পাটকলে দিনভর কর্মবিরতি-বিক্ষোভ


১২ মার্চ ২০১৯ ১৮:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ১০টি পাটকলে দিনভর কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে তারা এই আন্দোলন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (১২ মার্চ) সকাল থেকে পাটকল শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিভিন্ন সড়কে এবং কারখানার ভেতরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের (বিজেএমসি) অধীন ১০টি পাটকলের মধ্যে আছে- আমিন জুট মিলস লিমিটেড ও ওল্ড ফিল্ডস লিমিটেড, গুল আহমেদ জুট মিলস লিমিটেড, হাফিজ জুট মিলস লিমিটেড, এমএম জুট মিলস লিমিটেড, আর আর জুট মিলস লিমিটেড, বাগদাদ-ঢাকা কার্পেট ফ্যাক্টরী লিমিটেড, কর্ণফুলী জুট মিলস লিমিটেড, ফোরাত কর্ণফুলী কার্পেট ফ্যাক্টরী, গালফ্রা হাবিব লিমিটেড ও মিলস ফার্নিসিং লিমিটেড।

বিজ্ঞাপন

চট্টগ্রাম নগরীর আমিন জুট মিলের সিবিএ’র সভাপতি আরিফুর রহমান জানান, ২০১৫ সালে মজুরি কমিশন ঘোষণা করা হলেও সেটি এখনও চালু হয়নি। গত সাত সপ্তাহ ধরে শ্রমিকদের মজুরি বকেয়া আছে বিজেএমসি’র আওতাধীন জুট মিলগুলোতে। নয় দফা দাবিতে দেশব্যাপী গত ২ মার্চ থেকে এ কর্মসুচি পালন করা হচ্ছে।

মঙ্গলবারের কর্মসূচি থেকে ১৮ মার্চের মধ্যে দাবি মেনে নেয়া না হলে, ১৯ থেকে ২১ মার্চ পর্যন্ত ৪৮ ঘন্টার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন পাটকল শ্রমিকরা। একইসঙ্গে ১৯ মার্চ সকাল সকাল ৯টা থেকে দু’ঘন্টার জন্য রাজপথ-রেলপথ অবরোধেরও হুমকি শ্রমিকদের।

সারাবাংলা/আরডি/এনএইচ

কর্মবিরতি চট্টগ্রাম পাটশিল্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর