Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম ধাপের মতো বাকি নির্বাচনও সুষ্ঠু করতে সিইসির আহ্বান


১৩ মার্চ ২০১৯ ১৪:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিলেট: প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে সংঘাতের ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসায় প্রার্থী ও ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

বুধবার (১৩ মার্চ) দুপুরে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনকালে, নির্বাচনের আগে এবং নির্বাচন পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত ছিল এবং সেখানে কোনো ভোটার এবং প্রার্থী জয়ী হয়েছেন যারা এবং পরাজিত হয়েছেন তারা তাদের মধ্যে কোনো সংঘাত হয়নি, তাদের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

বিজ্ঞাপন

এজন্য সবাইকে ধন্যবাদ জানান সিইসি। সেইসঙ্গে আগামী কয়েক ধাপের উপজেলা নির্বাচনে এই পরিবেশ যেন বজায় থাকে সে বিষয় নিশ্চিত করতে ভোটার ও প্রার্থীদের আহ্বান জানান তিনি।

ভোটার বা প্রার্থীরা যেন নিজেদের হাতে কোনো দায়িত্ব বা আইন তুলে না নেন সে কথাও স্মরণ রাখতে বলেন সিইসি। কেউ ভোট দিতে কোনো প্রতিবন্ধকতার সম্মুখিন হলে বা কোনো অনিয়ম দেখলে তা পুলিশ বা সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতে অনুরোধ করেন তিনি।

সিইসি বলেন, প্রার্থী ও ভোটাররা যেন প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে ভোট কেন্দ্রে না আসেন।

মতবিনিময়ে সিলেট বিভাগের প্রশাসনিক কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএমএন

উপজেলা নির্বাচন কে এম নুরুল হুদা সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর