মিরপুরে সড়ক দুর্ঘটনায় মনিপুর স্কুল শিক্ষার্থীর মৃত্যু
১৩ মার্চ ২০১৯ ১৪:৪৩
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় কাজী অনিক (১৪) নামের এক স্কুল ছাত্র মারা গেছে। মিরপুর মনিপুর স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল অনিক।
বুধবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে সারাবাংলাকে জানান অনিকের মামা কামরুল হুদা । তিনি বলেন, মনিপুর চেতনা বহুমুখী সমবায় সমিতির পাশে একটি ভবনে পরিবারের সঙ্গে থাকত অনিক। সকালে বাসার সামনের রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এসময় অচেতন অবস্থায় বেশক্ষণ রাস্তায় পড়ে থাকে অনিক।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে শেরে বাংলা নগরের পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা ১২ টার দিকে চিকিৎসকরা অনিককে মৃত ঘোষণা করেন।
অনিকের বাবা মজিবর রহমান ইতালি প্রবাসী। এ ঘটনায় এখনো কোন মামলা করা হয়নি বলে জানিয়েছেন অনিকের স্বজনরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক সরোয়ার জাহান সারাবাংলাকে বলেন, কোন বাস ধাক্কা দিয়েছে সেটি এখনও জানতে পারিনি। শুধু জানি বাসের ধাক্কায় এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে দেখা হলে বিস্তারিত জানাতে পারব।
সারাবাংলা/এসআর /জেডএফ