Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুবি ভিলায় নিহত তৃ‌তীয় জঙ্গির প‌রিচয় মিলেছে


২১ জানুয়ারি ২০১৮ ১৯:৪৯ | আপডেট: ১৮ মার্চ ২০১৮ ২২:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর নাখালপাড়ায় র‍্যাবের অভিযা‌নে নিহত তিন জ‌ঙ্গির ম‌ধ্যে অজ্ঞাত পরিচয়ধারী তৃতীয় জঙ্গির পরিচয় মিলেছে।

তার নাম র‌বিন এবং বা‌ড়ি শেরপুর জেলায়। র‌বি‌নের বড় ভাই গোলাম মোস্তফা র‍্যাবের ছ‌বি প্রকা‌শের পর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এসে লাশ শনাক্ত ক‌রেন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার প‌রিচালক কমান্ডার মুফ‌তি মাহমুদ খান সারাবাংলা‌কে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার নাফিস না‌মে আরেক জঙ্গির প‌রিচয় পাওয়া যায়। তার বাড়ি চট্টগ্রামে। নাফিসের বাবা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে এসে মরদেহ শনাক্ত করেন। সেদিনই গণমাধ্যম দুই জঙ্গির ছবি প্রকাশ করে র‍্যাব।

বিজ্ঞাপন

এর আগে মেজবাহ উদ্দিন নামে প্রথম একজন জঙ্গির পরিচয় নিশ্চিত করা হয়। মেজবাহর বাড়ি কুমিল্লায়।

গত ১২ জানুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় রুবি ভিলায় র‍্যাবের জঙ্গি অভিযানে এ তিন জেএমবি সদস্য নিহত হয়। তাদের লাশ ময়না তদন্ত শেষে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়।

সারাবাংলা/এসআর/

জঙ্গি নাখালপাড়া পরিচয় রুবি_ভিলা