Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপাতত বোয়িং-৭৩৭ ম্যাক্স আনার অনুমতি দিচ্ছে না বেবিচক


১৩ মার্চ ২০১৯ ১৮:০৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: আপাতত যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের ৭৩৭-এর ম্যাক্স মডেলের উড়োজাহাজ কেনা বা লিজের অনুমতি দিচ্ছে না বেসামরিকি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ইথিওপিয়ান এয়ারলাইন্স ও লায়ন এয়ারের ম্যাক্স উড়োজাহাজের দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশিত না হওয়া পর্যন্ত এই অনুমতি মিলছে না।  সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

বোয়িং এর এই ৭৩৭ ম্যাক্স-৮ বাংলাদেশের কোনও সংস্থা ব্যবহার করে না। তবে, বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি ১২ বছরের জন্য ৭৩৭-এর ম্যাক্স-৮ মডেলের উড়োজাহাজ লিজ নেওয়ার চুক্তি করে।  যদিও দেশে প্রথম বোয়িং-৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করে মালিন্দো এয়ার। আর অনিয়মিতভাবে ভারতের জেট এয়ারওয়েজ ও স্পাইস জেট বোয়িং ৭৩৭ ম্যাক্স দিয়ে ফ্লাইট পরিচালনা করলেও সেটি অনিয়মিত।

বেবিচক পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনস) উইং কমান্ডার চৌধুরী এম জিয়াউল কবির বলেন, ‘বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ দুর্ঘটনার বিষয়টিতে আমরা নজর রাখছি। বাংলাদেশি কোনো এয়ারলাইনস এখন পর্যন্ত ম্যাক্স ক্রয় বা লিজের অনুমতি চায়নি।  তবে তদন্ত প্রতিবেদন প্রকাশ পাওয়ার আগে ম্যাক্স ক্রয় বা লিজের অনুমতি দেওয়া হবে না। তদন্ত প্রতিবেদনে উড়োজাহাজটির কোনো  ত্রুটি ধরা পড়লে বাংলাদেশে ম্যাক্স ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।’

আরও পড়ুন: বোয়িং-৭৩৭ ব্যবহারে বিধিনিষেধ সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ও দ. কোরিয়ার

এদিকে, ইউএস-বাংলার জনসংযোগ কর্মমকর্তা কামরুল ইসলাম বলেন, তারা এখনই তাদের চুক্তি বাতিলের কথা ভাবছে না।  তবে দুর্ঘটনার ঘটনা তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশিত হলে তারা সেটি বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেবে।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে ইন্দোনেশিয়ায় ৭৩৭ মডেলের একটি বিমান উড্ডয়নের কিছু সময় পর জাভা সাগরে বিধ্বস্ত হয়। মারা যান আরোহী ১৯০ যাত্রীর সবাই।  আর গত ১০ মার্চ ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমানও বিধ্বস্ত হয়ে মারা যান ১৫৭ যাত্রী। পাঁচ মাসের ব্যবধানে মার্কিন বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি দুটি নতুন ৭৩৭ ম্যাক্স-৮ উড়োজাহাজ বিধ্বস্ত হয়।

এরফলে প্রশ্নের মুখে পড়েছে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। ইথিওপিয়ান এয়ারলাইন্সের ৭৩৭ ম্যাক্স-৮ বিধ্বস্ত হওয়ার পর চীনের সব এয়ালাইন্সকে ৭৩৭ ম্যাক্স ৯ উড়োজাহাজ ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

চীন জানিয়েছে, দুটি বিমানেরই দুর্ঘটনার ধরন একইরকম। তাই তারা দেশটির অভ্যন্তরীণ বিমান বহরে বোয়িং-৭৩৭ মডেলের বিমান সংযোজনে বিধি-নিষেধ আরোপ করে।

পাশাপাশি সিঙ্গাপুর, মালয়েশিয়া, জার্মানি, আয়ারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, মঙ্গোলিয়া, অস্ট্রেলিয়া, ভারত, নেদারল্যান্ডস, , যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ বোয়িং-৭৩৭ ম্যাক্স মডেলের বিমান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে অভ্যন্তরীণ ও বাইরের ফ্লাইট চলাচলে এই মডেলের বিমানগুলো ব্যবহার করবে না এই দেশগুলো।

এছাড়া ইথিওপিয়ান এয়ারলাইনস, ব্রিটিশ কেইম্যান এয়ারওয়েজ, সাউথ আফ্রিকার কোমএয়ার, ব্রাজিলের গোল এয়ারলাইনস, মেক্সিকোর অ্যারোমেক্সিকো ও আর্জেন্টিনার অ্যারোলিনেয়াস আর্জেন্টিনাস, নরওয়েজিয়ান এয়ার, টুই এয়ারওয়েজ, শেনজেন এয়ারলাইনস, এয়ার চায়না, চায়না ইস্টার্ন এয়ারলাইনস, চায়না সাউদার্ন, হাইনান এয়ারলাইনস, সাংহাই এয়ারলাইনস, জিংমেন এয়ারলাইনস, শ্যানডং এয়ারলাইনস, ওকে এয়ারওয়েজ, কুনমিং এয়ারলাইনস, গরুড় ইন্দোনেশিয়া, লায়ন এয়ার ও সিল্ক এয়ার তাদের বহরের বোয়িং-৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের সব ফ্লাইট স্থগিত করেছে।

বিজ্ঞাপন

একইসঙ্গে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভারত, মালয়েশিয়া ও যুক্তরাজ্য তাদের আকাশসীমার ভেতরে এই সিরিজের বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে।

আরও পড়ুন: এবার ভারতেও বন্ধ বোয়িং-৭৩৭ ম্যাক্স উড্ডয়ন

সারাবিশ্বে আনুমানিক ৩৫০টি বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮ মডেলের বিমান যাত্রী পরিবহন করছে বলে জানা যায়।

গত অক্টোবরে লায়ন এয়ারের ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পরই এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। তদন্তকারীরা ওই সময় জানিয়েছিলেন, উড়োজাহাজকে সচল রাখতে ৭৩৭ ম্যাক্সে সংযোজিত নতুন একটি স্বয়ংক্রিয় পদ্ধতির (অ্যান্টি-স্টলিং সিস্টেম) সঙ্গে মানিয়ে নিতে বৈমানিক সংগ্রাম করছিলেন বলে মনে হয়েছে।

তদন্তে যেসব তথ্য পাওয়া যায়, তাতে দেখা গেছে, উড়োজাহাজটি যেন স্থবির হয়ে না পড়ে, সে বিষয়ে নকশা করে সংযোজিত এ পদ্ধতিটি উড়োজাহাজের সামনের দিক বারবার নিচের দিকে নামিয়ে দিচ্ছিল। যদিও বৈমানিক তা ঠিক রাখার চেষ্টা করছিলেন।

একই ঘটনা ঘটে ইথিওপিয়ান এয়ারলাইনসের ক্ষেত্রেও। দুর্ঘটনার পর এয়ারলাইনসটির প্রধান নির্বাহী সাংবাদিকদের বলেন, ‘উড্ডয়নের পর পরই বৈমানিক সমস্যা বোধ করছেন বলে জানিয়ে ফিরে আসার ইচ্ছাপোষণ করেছিলেন। ’ তাকে ফিরে আসার অনুমতি দেওয়া হয়েছিল বলেও তিনি জানান।

সারাবাংলা/জেএ/এমএনএইচ

বেবিচক বোয়িংয়ের ম্যাক্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর