Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ হারালো কেজরিওয়ালের ২০ বিধায়ক


২১ জানুয়ারি ২০১৮ ২১:০১

সারাবাংলা ডেস্ক

দিল্লি: ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দিল্লি বিধানসভার ক্ষমতাসীন দল আম আদমি পার্টির ২০ বিধায়কের সদস্যপদ বাতিল করেছেন।

আজ (রোববার) ভারতের বিভিন্ন গণমাধ্যম এ খবর নিশ্চিত করে।

এর আগে গত সপ্তাহে নির্বাচন কমিশন এ বিধায়কদের সদস্যপদ বাতিলের সুপারিশ করেছিল।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যালয় থেকে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, ‘নির্বাচন কমিশনের দেওয়া মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, আমি রামনাথ কোবিন্দ, ভারতের প্রেসিডেন্ট, নিজ ক্ষমতাবলে ঘোষণা করছি, ঐ ২০ বিধায়ক দিল্লি বিধানসভার সদস্য হিসেবে অযোগ্য বিবেচিত হবেন।’

তবে এ ঘোষণার ফলে দিল্লিতে আম আদমি পার্টি সরকারের পতন হচ্ছে না।

এ ঘটনায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এনডিটিভিকে বলেন, আমাদের বিধায়কদের বিরুদ্ধে জাল মামলা দায়ের করা হয়েছে, সিবিআই আমার উপর হামলা চালানোর চেষ্টা করেছে, কিন্তু তারা কিছুই পায়নি। শেষ পর্যন্ত তারা আমাদের ২0 জন বিধায়ককে অযোগ্য করে তুলেছে।

পার্টির অপর নেতা আশুতোষ বলেন, রাষ্ট্রপতির আদেশটি অসাংবিধানিক এবং গণতন্ত্রের জন্য বিপজ্জনক।

বাতিল হওয়া ২০ জনের তালিকায় কেজরিওয়াল সরকারের যোগাযোগ মন্ত্রী কৈলাে গহলোটের মতো গুরুত্বপূর্ণ নেতারা রয়েছেন।

সারাবংলা/এমএ

কেজরিওয়াল বাতিল বিধায়ক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর