Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষি কাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা বিল পাস


২১ জানুয়ারি ২০১৮ ২২:০৩

স্পেশাল করেসপন্ডেন্ট

কৃষি কাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা বিল, ২০১৮ সংসদে পাস হয়েছে। রোববার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী অধিবেশনের আইন-প্রণয়ন কার্যাবলী পর্বে অংশ নিয়ে বিলটি উত্থাপন করেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৯৮৫ সালের বিলটি সময়োপযোগী করে পুনঃপ্রণয়নের জন্য আনা বিলটি সংসদে উত্থাপনের পরে ভোট চান। হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়ায় বিলটি সংসদে পাস হয়।

এর আগে সংসদ সদস্য ফখরুল ইমাম এবং রওশন আরা মান্নান সংশোধনী প্রস্তাব আনতে তা না ভোটে বাতিল হয়ে যায়।

ফখরুল ইমাম বিলটির ১, ৭, ৯ এবং ১০ দফায় সংশোধন করার প্রস্তাব জানান। তিনি বলেন, বিলটিতে গ্রাউন্ড ওয়টার পলিউশান প্রাধান্য পায়নি। ওয়াটার পাম্প নির্ধারণের ক্ষেত্রে আরেকটু সচেতন হলে কৃষকরা আরও কম দামে মোটর কিনতে পারতো। হ্যান্ড টিউবওয়েল বিলটির অন্তর্ভুক্ত করা হয়নি। ‘ইস্ট পাকিস্তান’ শব্দটি নিয়েও আপত্তি তোলেন ফখরুল ইমাম।

এসময় তিনি টোটাল ওয়াটার ম্যানেজমেন্ট প্ল্যান করার প্রস্তাব জানান।

বিলটির ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, আমাদের কৃষিতে বিপ্লব হয়েছে সার্ফেস ওয়াটারের কারণে। কেননা গ্রাউন্ড ওয়াটার লেভেল প্রতি বছর নিচে নেমে যাচ্ছে।

এদিন বিকেল সাড়ে ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর