‘স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে দায়িত্বশীল হবে শিশুরা’
১৪ মার্চ ২০১৯ ১৭:৫১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
গাজীপুর: মাধ্যমিক পর্যায়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে সকল শিশুরা গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠবে ও দায়িত্বশীল হবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার মাধ্যমে শিশুরা নিজের কাজ নিজেরা করতে শিখবে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে গাজীপুরের কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাইস্কুলের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পরিদর্শন করে এসব কথা বলেন মন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘গত ২০১৫ সাল থেকে ধারাবাহিকভাবে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হচ্ছে। এই ধারাবাহিকতায় এবারও নির্বাচন হচ্ছে। আমি আশা করি এটি অব্যাহত থাকবে, যেসব স্কুল এর আওতার বাইরে আছে তারাও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, মাধ্যমিক পর্যায়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে সকল শিশুরা গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠবে, দায়িত্বশীল হবে, নিজেদের কাজ নিজেরা করতে শিখবে। সবাই মিলে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় সেটি শেখবে।
এসময় মন্ত্রী স্কুলের বিভিন্ন কক্ষে শিক্ষার্থীদের ভোট দেওয়ার সব কার্যক্রম ঘুরে দেখেন এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
মন্ত্রীর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফসিউল্লাহ, কালিয়াকৈর থানার নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুর আমিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসএমএন