Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরনো পাটকলগুলো আবারও চালু করা সম্ভব: পাটমন্ত্রী


১৪ মার্চ ২০১৯ ১৯:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে যাওয়া পুরনো পাটকলগুলো পুনরায় চালু করা সম্ভব বলে জানিয়েছেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বনিয়াদি কাটাখালী এলাকায় জুট মিল পরিদর্শনে গিয়ে তি‌নি এই মন্তব্য করেন।

পাটমন্ত্রী বলেন, পাটশিল্পের প্রসারে বর্তমান সরকার নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে। উন্নয়ন সহযোগী পেলে পুরানো পাটকল গুলো আবারও চালু করা সম্ভব।

পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে এসময় তিনি উদ্যোক্তাদের এগিয়ে আসতে অনুরোধ করেন তিনি।

এদিন মন্ত্রী নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেসার্স মাহবুব জুট টেক্সটাইল মিলস ও মেসার্স স্বর্ণালী জুট টেক্সটাইল মিলস পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে উপ‌স্থিত ছি‌লেন, মুড়াপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান তোফা‌য়েল আহমেদ আলমাছ, মেসার্স স্বর্ণালী জুট টেক্সটাইল মি‌লসের ব্যবস্থাপনা প‌রিচালক মোহাম্মদ আনোয়ার হো‌সেন, মেসার্স মাহবুব জুট টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা প‌রিচালক মোহাম্মদ মো: মাশফিকুর রহমান মাসুদসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর