ইউএস ট্রেড শো’তে ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
১৪ মার্চ ২০১৯ ১৯:৩৭
।। সারাবাংলা ডেস্ক ।।
‘ইউএস ট্রেড শো-২০১৯’-এ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্টল উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ট্রেড শো’তে মন্ত্রী এই স্টলের উদ্বোধন করেন।
ইসলামী ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টল উদ্বোধনের সময় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি মো. নুরুল ইসলামসহ দূতাবাসের কর্মকর্তা, ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংকের স্টল থেকে আমদানি, রফতানি ও রেমিট্যান্স, ট্রাভেল কার্ড, ভিসা ডেভিট ও খিদমাহ ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং, এমক্যাশ, আই-ব্যাংকিংসহ আমানত ও বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য দর্শনার্থীদের জানানো হচ্ছে।
সারাবাংলা/টিআর
ইউএস ট্রেড শো ইসলামী ব্যাংক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার