আরমানিটোলায় ৪৫ টন রাসায়নিক জব্দ, ৫০ লাখ টাকা জরিমানা
১৪ মার্চ ২০১৯ ২০:৪৪
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: পুরান ঢাকার আরমানিটোলায় অভিযান চালিয়ে রাসায়নিক পদার্থ মজুদকারী এক প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে সেখান থেকে মেয়াদ না থাকা ৪৫ টন রাসায়নিক পদার্থ জব্দ করা হয়েছে।
র্যাব-১০ এর একটি টিম বৃহস্পতিবার (১৪ মার্চ) এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
তিনি সারাবাংলাকে বলেন, ‘ওই প্রতিষ্ঠানটি খাদ্যপণ্য ও প্রসাধনী শিল্পে ব্যবহার্য মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পদার্থ বিক্রয়ের জন্য মজুদ রেখেছিল। এই অভিযোগে সেখানে অভিযান চালানো হয়।’
অভিযানে ৫০ লাখ টাকা জরিমানার পাশাপাশি সেখান থেকে মেয়াদোত্তীর্ণ ৪৫ টন রাসায়নিক পদার্থ জব্দ করা হয়েছে। ২০০৫ সালে রাসায়নিক পদার্থের মেয়াদ শেষ হয়। মেয়াদ না থাকার পরও মালা কেমিক্যাল এগুলো বিক্রি করে আসছিল।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘কেমিক্যালগুলো বিভিন্ন বেকারি, খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার জন্য রাখা হয়েছিল।
মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল মজুদ রাখায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সারাবাংলা/ইউজে/একে