Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোকেয়া হলের সামনে অনশনে অর্ধশতাধিক শিক্ষার্থীর একাত্মতা


১৪ মার্চ ২০১৯ ২১:১৯

।। ঢাবি করেসপন্ডেন্ট।।

ঢাকা: রোকেয়া হলের প্রাধ্যক্ষ জিনাত হুদার পদত্যাগসহ চার দফা দা‌বিতে অনশনরত পাঁচ ছাত্রীর সঙ্গে হলের অর্ধশতা‌ধিক শিক্ষার্থী যুক্ত হয়েছেন। দাবি আদায়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে ওই শিক্ষার্থীরা অনশনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

এর আগে বুধবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে হলের পাঁচ ছাত্রী হলের বাইরে গেটে অনশন শুরু করেন।

তাদের দা‌বিগুলো হলো হল সংসদে পুনরায় নির্বাচন দেওয়া, হল প্রভোস্টের পদত্যাগ, শিক্ষার্থীদের নামে মামলা প্রত্যাহার ও আন্দোলনরতদের নিরাপত্তা নিশ্চিত করা।

এর আগে দুপুরে সংবাদ সম্মেলন করে হলের প্রভোস্ট অধ্যাপক জিনাত হুদা নির্বাচন নিয়ে তার অবস্থান স্পষ্ট করেন।

তিনি বলেন, ‘নির্বাচন দেওয়া আমার এখতিয়ার না।’

অনশনরতদের সঙ্গে দেখা করার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘হলের বাইরে গিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন না।’

শিক্ষার্থীদের চিন্তায় তিনি ঘুমাতে পারেননি বলেও জানান হলের প্রভোস্ট।

সারাবাংলা/কেকে/একে

ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর