Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধাপে ধাপে এমপিওভুক্ত, যাচাইবাছাই চলছে: অর্থমন্ত্রী


১৪ মার্চ ২০১৯ ২২:২৫ | আপডেট: ১৪ মার্চ ২০১৯ ২২:২৯

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: যেসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির অপেক্ষায় রয়েছে, সেগুলোকে আগামী তিন অর্থবছরে ধাপে ধাপে এমপিওভুক্তির আওতায় আনা হবে। এখন যাচাইবাছাই চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে কত সংখ্যক প্রতিষ্ঠানকে এমপিও দেওয়া হবে সেটা উল্লেখ করেননি তিনি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘এমপিওভুক্তির জন্য যাচাইবাছাই চলছে। যেগুলো যোগ্য বিবেচ্য হবে সেগুলো পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা হবে। এটা এমন হতে পারে যে ১০০ শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী অর্থবছরে ৩৩ শতাংশ করে এমপিও দিলাম। আবার এমনও হতে পারে যে, প্রথম বছরে ১০০ এর মধ্যে ৩৩টিকে এমপিও দিলাম, পরবর্তী দুই বছরে অন্যগুলোকে দিলাম। এ দুটির যেকোনো একটি হতে পারে।’

আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এক্ষেত্রে নতুন ভ্যাট আইনে ভ্যাটের স্তর হবে তিনটি ৫, ৭ এবং ১০ শতাংশ।’ বর্তমানে অনেক ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট আছে সেক্ষেত্রে কি হবে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটিকে ১০ শতাংশে নামিয়ে আনা হবে।’

তিনি বলেন, ‘খেলাপি ঋণ আদায়ের জন্য এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা হবে। স্বাভাবিকভাবেই অনেক খেলাপি ঋণ আদায় হয়ে যাবে। তবে সেগুলো স্বাভাবিকভাবে আদায় করা কঠিন সেগুলোকে আদায় করার জন্য এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দেওয়া হবে। তবে এ কোম্পানি কোনো শক্তি খাটিয়ে নয় বরং নিয়োম-কানুনের মাধ্যমে থেকে ঋণ আদায় করবে। একটি বেসরকারি খাতের প্রতিষ্ঠান হবে।’

বিজ্ঞাপন

আয়কর ও করপোরেট কর কমানোর ইঙ্গি দিয়ে তিনি বলেন, ‘করপোরেট কর যতটা সম্ভব কমানো হবে। রাজস্বের প্রধান উৎস ভ্যাট, আয়কর ও করপোরেট কর। তাই রাজস্ব আদয়ের দিকেও নজর রাখতে হবে।’ রাজস্ব আদায় বাড়াতে হার কমিয়ে করের আওতা বাড়ানোর উপর জোর দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের দেশে হাওর অঞ্চলে অতিবন্যার কারণে ফসল নষ্ট হয়। এতে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়ে। তাদের এ ক্ষতি কমিয়ে আনতে আগামী বাজেটেই কৃষকদের ইন্সুরেন্সের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া সাধারণ মানুষকে স্বাস্থ্য বিমার আওতার আনার উদ্যোগ গ্রহণ করা হবে।’

সভায় বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেজে/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর