‘ভাত-কাপড় দাও, না হলে গুলি করে মারো’
১৫ মার্চ ২০১৯ ১৩:৪৬
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ‘ভাত দাও, কাপড় দাও, তা না হলে গুলি করে মেরে দাও’—এই স্লোগানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকের এমপিওভুক্তির দাবি জানিয়েছে ‘বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ’। শুক্রবার (১৫ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে সামনে কয়েক’শ শিক্ষক খাবার প্লেট হাতে নিয়ে এ দাবি জানান।
‘বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ’ এর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান, ভারপ্রাপ্ত সভাপতি মওদুদ আহামেদ, মাসুম বিল্লাহ, হারুন অর রশীদসহ প্রমুখ।
এসময় বক্তরা বলেন, ‘বেসরকারি এমপিওভুক্ত কলেজের অনার্স-মাস্টার্স শ্রেণিতে অনাধিক ৩৫০০ শিক্ষক কর্মরত আছেন। যেখানে বাংলাদেশ প্রতিটি অঞ্চলের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে। আমরা অত্যান্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত এইসব শিক্ষকরা বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।’
তারা আরও বলেন, ‘বৈধভাবে নিয়োগপ্রাপ্ত এইসব শিক্ষকদের ১৯৯৩ সাল থেকে আজ পর্যন্ত দেশের জনবল কাঠামোয় অর্ন্তভুক্ত করা হয়নি। ফলে তাদের এমপিওভুক্তও করা হচ্ছে না। অথচ একই প্রতিষ্ঠানের ইন্টারমিডিয়েট ও ডিগ্রির শিক্ষকরা এমপিমওভুক্ত হয়েছেন। শুধুমাত্র অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্ত না করে দীর্ঘদিন বঞ্চিত রাখা হয়েছে।’
সারাবাংলা/এআই/এমও