মসজিদে হামলার ঘটনায় খ্রিস্টান ধর্মগুরু পোপের নিন্দা
১৫ মার্চ ২০১৯ ২০:২৭
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
উগ্রপন্থী ইসলাম বিদ্বেষীর হামলায় ক্রাইস্টচার্চে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন খ্রিস্টন ধর্মের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পোপ এই সমবেদনা জানান।
বিবৃতিতে বলা হয়, ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর হামলায় মৃত ও আহতদের প্রতি শোক জানিয়েছেন পোপ। শুধু মুসলিমদের লক্ষ্য করে এই হামলায় নিন্দা রয়েছে পোপের।
এছাড়া জানানো হয়, আহতদের আরোগ্য লাভ ও নিউজিল্যান্ডের মানুষের মনোবল রক্ষায় পোপের প্রার্থনা করছেন। নিহতরা স্রষ্টার কৃপা পাবেন এই কামনা করেছেন তিনি।
এর আগে শুক্রবার (১৫ মার্চ) দুপুরের দিকে জুম্মার নামাজের সময় ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্কের মসজিদ আল নূর ও শহরতলী লিনউডের মসজিদে হামলা চালায় একাধিক বন্দুকধারী। দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯-এ দাঁড়িয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪৮ জন। বিশ্বনেতারা এই হামলায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।
সারাবাংলা/এনএইচ