Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে কারখানায় লোহা গলানোর সময় দগ্ধ ৬


১৬ মার্চ ২০১৯ ১১:৪৯

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কারখানায় গলিত তপ্ত লোহায় দগ্ধ হয়েছেন ছয়জন শ্রমিক। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (১৬ মার্চ) ভোরে সীতাকুণ্ড উপজেলায় শীতলপুর স্টিল এন্ড রি-রোলিং মিলে এই দুর্ঘটনা ঘটেছে। ওই কারখানায় জাহাজ কেটে পাওয়া স্ক্র্যাপ লোহা গলানো হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

আহতরা হলেন- শাহআলম (৫৫), রিয়াদ হোসেন (২৫), সাকিব হোসেন (৩২), মাঈনুদ্দিন (২৫),মোহাম্মদ মিয়া (৩২) এবং আমজাদ হোসেন (৪০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানিয়েছেন, ভোর পৌনে ৫ টার দিকে ৬ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।

কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, আহতদের মধ্যে চারজনের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা ওই কারখানার শ্রমিকদের বরাত দিয়ে তিনি বলেন, কারখানায় স্ক্র্যাপ লোহা গলানোর সময় তপ্ত লোহা ও পানি গায়ের উপর ঢেলে পড়ে ৬ জন আহত হয়েছেন।

সারাবাংলা/আরডি/জেএএম

চট্টগ্রাম

বিজ্ঞাপন

সিইসি ও ৪ কমিশনারের শপথ আজ
২৪ নভেম্বর ২০২৪ ০১:৩৩

আরো

সম্পর্কিত খবর