Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্রাইস্টচার্চ হামলায় ২ বাংলাদেশি নিহত, নিখোঁজ ৩’


১৬ মার্চ ২০১৯ ১৪:৪২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলার শিকার হয়েছেন অন্তত ১০ বাংলাদেশি। এদের মধ্যে প্রাণ হারিয়েছেন দুই জন। আহত হয়েছেন পাঁচজন ও নিখোঁজ রয়েছেন তিনজন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১৬ মার্চ) শাহরিয়ার আলম সারাবাংলাকে জানান, হামলায় আহতদের নাম জানা গেছে। তারা হলেন মিসেস লিপি, শাহজাদা আক্তার, ওমর ফারুক, রুবেল ও মুনতাসিন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে মিসেস লিপির অবস্থা গুরুতর।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, হামলার পর থেকে নিখোঁজ রয়েছেন অন্তত তিন বাংলাদেশি। তারা হচ্ছেন মোজাম্মেল হক, শাওন ও জাকারিয়া।

প্রসঙ্গত, শুক্রবার (১৫ মার্চ) ক্রাইস্টচার্চের আল নুর মসজিদ ও ডিন অ্যাভিনিউ মসজিদে হামলার ঘটনা ঘটে। এতে প্রাণ হারান অন্তত ৪৯ জন। আহত হন আরও ৪৮ জন।

এ ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে নিউজিল্যান্ড পুলিশ। হামলাকারী ব্রেনটন ট্যারেন্টের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আগামী ৫ এপ্রিল পর্যন্ত তার রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সারাবাংলা/জেআইএল/আরএ

নিউজিল্যান্ড শাহরিয়ার আলম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর