নিউজিল্যান্ডের মসজিদে হামলার প্রতিবাদে মানববন্ধন
১৬ মার্চ ২০১৯ ১৬:২৫
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। শনিবার (১৬ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ইমাম হায়াত বলেন, ধর্মের নামে অধর্ম, বস্তুবাদী-উগ্রবাদী-জাতীয়তাবাদী বর্ণবাদ মানুষকে মানবতার শত্রুতে পরিণত করে। রাষ্ট্র ও ক্ষমতা, জীবন ও মানবতা ধ্বংসের হাতিয়ার বানায়। ধর্মের নামে উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কখনোই মেনে নেওয়া যায় না। এসব উগ্রবাদ কঠোরভাবে দমন করতে হবে। নিউজিল্যান্ডের মসজিদে নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন, আল্লামা শেখ রায়হান রাহবার, আল্লামা আবু আবরার চিস্তি, অ্যাডভোকেট তানিয়া তানজিম, অধ্যাপক এমি নিশাসহ অনেকে।
সারাবাংলা/এসজে/এটি