Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীন-রাশিয়া সরাসরি বাংলাদেশের বিপক্ষে বললেন সাবেক সচিব


১৬ মার্চ ২০১৯ ১৬:৫২ | আপডেট: ১৬ মার্চ ২০১৯ ১৬:৫৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ‘রোহিঙ্গা ইস্যুতে চীন এবং রাশিয়া সরাসরি বাংলাদেশের বিপক্ষে। ঢাকার সঙ্গে এই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করলেও রোহিঙ্গা ইস্যুতে ইতিবাচক সাড়া পেতে আমরা ব্যর্থ হয়েছি’, বললেন সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন।

শনিবার (১৬ মার্চ) ‘বৈশ্বিক কূটনীতিতে বাংলাদেশের ৫০ বছর’ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নিতে তিনি এসব কথা বলেন। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডি-ক্যাবের ২১ বছর উপলক্ষে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্ট্রাডিজের (বিস) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন, বিস’র চেয়ারম্যান অ্যাম্বাসেডর মুন্সি ফায়েজ, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।

তৌহিদ হোসেন বলেন, “রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে আমাদের সাফল্য কম। রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ অধিবেশনে দেওয়া বক্তব্যে যে সমাধানের কথা উল্লেখ করেছিলেন, পরবর্তী সময়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশর করা চুক্তিতে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনার প্রতিফলন দেখা যায়নি। এইটা আমাদের ব্যর্থতা।”

তিনি বলেন, “এই ইস্যুতে চীন এবং রাশিয়া সরাসরি আমাদের বিপক্ষে। এই দুইটি রাষ্ট্রের সঙ্গে আমাদের অনেক উন্নয়ন প্রকল্প চলমান। এসব প্রকল্প থেকে শুধু বাংলাদেশই লাভবান হচ্ছে- বিষয়টি এমন নয়। এসব প্রকল্পে বিনিয়োগ করে ওই দেশগুলোও লাভবান হচ্ছে।”

বিজ্ঞাপন

ভারত প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “আমরা বেশির ভাগ সময় বলে থাকি, ভারত আমাদের অনেক ভালো বন্ধু এবং অনেক উপকার করছে। ভারতের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক যাচ্ছে এটা সত্যি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত কী আমাদের অনেক কিছু দিয়ে দিচ্ছে? বলা হয়, স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন ভারতের সঙ্গে বিরাট সাফল্য। বাস্তবতা হলো, এটা দুই দেশের দ্বিপক্ষীয় সফলতা। আর স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন ভারতের কারণেই দীর্ঘদিন ঝুলে ছিল, সুরাহা হয়নি।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজের অনেক সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্য দিয়েই আমরা সেরাটা বের করে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছি এবং সফলও হচ্ছি।’

রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, “রোহিঙ্গা ইস্যুতে সফলতার জন্য আমরা পরিকল্পিতভাবে এগুচ্ছি। সব কিছু একদিনে হয় না। সময় প্রয়োজন। এই ইস্যুতে সারা বিশ্ব বাংলাদেশের সাথে রয়েছে। এতো সমস্যার মধ্যেও ঢাকা-মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা সর্বত্র প্রশংসা পেয়েছে।”

সারাবাংলা/জেআইএল/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর