Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভবনে যাননি হল সংসদে নির্বাচিত তানহা


১৬ মার্চ ২০১৯ ১৭:৪৭

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে নির্বাচিত সব প্রতিনিধি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে গেলেও যাননি কবি সুফিয়া কামাল হলে সদস্য পদে জয়ী লামইয়া তানজিন তানহা। ডাকসু নির্বাচনে অনিয়মের প্রতিবাদে তিনি প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বলে সারাবাংলাকে জানিয়েছেন।

এর আগে, দুপুরে ডাকসুর ২৫ জন প্রতিনিধি এবং হল সংসদের ১৩ জন করে ১৮টি হলের মোট ২৩৪ জন প্রতিনিধি গণভবনে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে অংশ নেন। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে নির্বাচিত ভিপি নুরুল হক নুর ও সমাজ সেবা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন হলে স্বতন্ত্রভাবে নির্বাচিতরাও গণভবনে গিয়েছেন।

গণভবনে না যাওয়ার কারণ হিসেবে সুফিয়া কামাল হল সংসদে নির্বাচিত এই সদস্য বলেন, ‘আমি নির্বাচন বর্জন করেছি। পুরো ক্যাম্পাসের একজন ছাত্রের ভোটাধিকারও যদি হরণ করা হয় সে নির্বাচন গ্রহণ আমার আদর্শের মধ্যে পড়ে না। আমি ক্যাম্পাসের সবার অধিকার রক্ষার্থে কাজ করার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম।’

২১০ টাকা ভাড়ায় উবারে গণভবন গেলেন ভিপি নুর

তিনি আরও বলেন, ‘সবার অধিকার রক্ষার্থে সোচ্চার ছিলাম। এখন আমি নির্বাচিত হয়েছি আমার হলে সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে, কিন্তু সামগ্রিকভাবে এটা হয়নি। এই দিক বিবেচনা করে আমি নির্বাচন বর্জন করেছি এবং গণভবনে যায়নি। এটা প্রতিবাদে একটা অংশ।’

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর