সূচনা ফাউন্ডেশনের নামে প্রতারণা, গ্রেফতার ১
১৬ মার্চ ২০১৯ ১৮:৩৬
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: সূচনা ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে খাঁন মো. আলতাব হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সংস্থাটির মুখপাত্র জানিয়েছেন, আলতাব হোসেন নিজেকে স্বাধীনতা অটিজম এবং প্রতিবন্ধী সোসাইটির চেয়ারম্যান এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ও স্বাধীনতা এমবিএ অ্যাসোসিয়েশনের সভাপতি পরিচয় দিতেন। তিনি আরও দাবি করতে আলতাব হোসেন সূচনা ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে শিশু ও প্রতিবন্ধীদের জন্য কাজ করছেন।
শনিবার (১৬ মার্চ) সূচনা ফাউন্ডেশনের মুখপাত্র আরও জানান, আলতাব হোসেন এখন আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছি। আলতাব হোসেনের সঙ্গে সূচনা ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই। আমাদের সংস্থার চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন।
তিনি এ ধরনের ব্যাপারে সতর্ক থাকতে সকলের প্রতি অনুরোধ জানান।
সারাবাংলা/এটি