ঘোষণা ছাড়াই অস্ত্র নিয়ে বিমানবন্দরে, আটক ১
১৬ মার্চ ২০১৯ ১৯:৫৮ | আপডেট: ১৬ মার্চ ২০১৯ ২০:০০
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করায় এ এইচ এম নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক)।
তথ্যের সত্যতা নিশ্চিত করে শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় এভসেক‘র অপারেশন ডিরেক্টর নূরে আলম সিদ্দিকী সারাবাংলাকে জানান, আটক ব্যক্তি প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মহিদুর রহমানের দেহরক্ষী। এদিন বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, নভোএয়ারের ভিকিউ৯৪৭ ফ্লাইটে নুরুল ইসলামের ঢাকা থেকে যশোরে যাওয়ার কথা ছিল। প্রথম স্ক্যানিং গেটে তার হ্যান্ড ব্যাগে শটগানের অস্তিত্ব পান স্ক্যানিং অপারেটর। প্রশ্ন করা হলে, তার কাছে অস্ত্র থাকার বিষয়টি স্বীকার করেন নুরুল ইসলাম।
নিয়ম অনুযায়ী, অস্ত্র বহন করতে হলে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে আগে থেকেই জানাতে হয়। নুরুল ইসলাম যেহেতু বিষয়টি কাউকেই অবহিত করেননি, তাই এটি অপরাধ হিসেবে বিবেচিত হবে। তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে- বলেন নূরে আলম সিদ্দিকী।
আরও পড়ুন: শাহজালালে পিস্তল নিয়ে ইলিয়াস কাঞ্চন, ধরা পড়েনি স্ক্যানারে
সারাবাংলা/এসজে/এটি