Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান দুর্ঘটনার লাশ শনাক্ত করতে ৬ মাস সময় লাগবে


১৭ মার্চ ২০১৯ ১০:০৪

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ইথিওপিয়ায় বোয়িং-৭৩৭ ম্যাক্স বিমানের দুর্ঘটনায় মৃতদের লাশ শনাক্ত করতে অন্তত ৬ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে সেদেশের সরকার। গত ১০ মার্চের এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানটিতে আরোহী ১৫৭ যাত্রীর সবাই মারা যান। খবর বিবিসির।

নিহতদের পরিবারের সদস্যদের অনুরোধ করা হয়েছে ইথিওপিয়ার পররাষ্ট্র দফতর ও এয়ারলাইনসে ডিএনএ নমুনা সরবরাহ করার জন্য। আগামী দু সপ্তাহের মধ্যে মৃত্যু সনদ দেওয়া হতে পারে।

এদিকে শ্রদ্ধা জানানো অথবা দাফনের জন্য মৃতদের পরিবারকে ১ কেজি করে ছাইভস্ম দেওয়া হয়েছে।

নিহতের পরিবারের এক সদস্য জানান, মৃতদেহ শনাক্ত করা প্রায় ‘অসম্ভব’ হওয়ায় আমাদের এগুলো দেওয়া হয়েছে। কিন্তু লাশ পাওয়া ছাড়া আমরা শান্তি পাব না।

দুর্ঘটনার কবলে পড়া বিমানটিতে প্রায় ৩০টি দেশের যাত্রী ছিল। ইথিওপিয়ায় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা করছে।

এদিকে, ঐ বিমানটিতে  ‘সূক্ষ কারিগরি ত্রুটি’ সন্দেহে বন্ধ করে দেওয়া হয়েছে বোয়িং-৭৩৭ ম্যাক্স মডেলের সব বিমান। বিভিন্ন দেশের আপত্তির পরিপ্রেক্ষিতে গত ১৪ মার্চ বোয়িং এই সিদ্ধান্ত নেয়।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর