আকস্মিক বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়ায় ৫০ জনের মৃত্যু
১৭ মার্চ ২০১৯ ১৬:৪২
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
মৌসুমি বর্ষণ ও পাহাড়ি ঢলে ইন্দোনেশিয়ার অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫৯ জন। দেশটির পূর্বাঞ্চলে পাপুয়া প্রদেশে এই ঘটনা ঘটে বলে জানান দেশটির দুর্যোগ প্রশমন কর্তৃপক্ষ।
বন্যায় আক্রান্ত অঞ্চলের ঘর-বাড়ি, রাস্তা-ঘাট ও ব্রিজের ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গম এলাকায় এখনো পৌঁছাতে পারেনি উদ্ধারকারী দল। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়বে।
স্থানীয় স্বাস্থ্য অফিসার হায়েরুল লি বলেন, এখানে বিদ্যুৎ নেই। আমরা একা পরিস্থিতি সামলাতে পারছি না।
পাপুয়ার রাজ্য সরকার দু সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রায় চার হাজার জনকে সাময়িক পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সারাবাংলা/এনএইচ