Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পী-সাংবাদিক সফিউল আলম রাজা আর নেই


১৭ মার্চ ২০১৯ ১৬:৫৪ | আপডেট: ১৭ মার্চ ২০১৯ ১৯:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ভাওয়াইয়া শিল্পী ও সাংবাদিক সফিউল আলম রাজা আর নেই। রোববার (১৭ মার্চ) বিকালে হৃদরোগে তার মৃত্যু হয়।

রাজার দীর্ঘদিনের সহকর্মী রায়হান জনি সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পল্লবীর থানা সেতারা টাওয়ারের পেছনের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

সফিউল আলম রাজার শ্যালিকা শিল্পী জানান, ঘটনার সময় তার স্ত্রী অফিসে ছিলেন আর বাচ্চারা স্কুলে। রাজা ভাই বাসায় ঘুমাচ্ছিলেন। দেরি করে ঘুম থেকে ওঠাই তার অভ্যাস ছিল। কিন্তু আজ আর তিনি ঘুম থেকে ওঠেননি, চলে গেছেন না ফেরার দেশে।

মিরপুরের সাড়ে এগারোতে সফিউল আলম রাজার ‘কলতান’ নামে একটি গানের স্কুল রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য শিল্পী সফিউল আলম রাজার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।

রোববার (১৭ মার্চ) এক বিবৃতিতে তারা বলেন, ‘এক প্রতিভাধর ব্যক্তি ছিলেন সফিউল আলম রাজা। তার মৃত্যুতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। বিশেষ করে সাংস্কৃতিক সাংবাদিকতা ও ভাওয়াইয়া গানের জগতে এ শূন্যতা সবসময়ই দাগ কাটবে।’ এসময় তারা সফিউল আলম রাজার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

https://youtu.be/pp_GqUdCsWo

সারাবাংলা/ইউজে/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর