Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশকে মর্যাদার আসনে বসিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’


১৭ মার্চ ২০১৯ ১৭:৪৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বাংলাদেশকে নিয়ে সারা পৃথিবী অবজ্ঞা করতো, তাচ্ছিল্য করতো। আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। বিশ্বের বুকে দেশকে মর্যাদার আসনে বসিয়েছেন।

রোববার (১৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধুর ১০০তম জন্মদিন ও স্বাধীনতা অর্জনে বঙ্গমাতার অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংক লিমিটেড এ সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে, এগিয়ে যাবে। বাংলাদেশকে আজ অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন তিনি।’ এসময় উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে নিতে সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

এসময় তিনি বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেন, ‘বাঙালি ও বাংলার অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা দিয়ে মুক্তিযুদ্ধের আদর্শকে সমন্বিত করার কাজ করেছেন বঙ্গমাতা। যিনি এদেশকে স্বাধীন করার সুমহান লক্ষ্য নিয়ে সর্বদা বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা দিয়ে গেছেন।’

বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংক লিমিটেডের সভাপতি ড. মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুল, সিইও অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

সারাবাংলা/এজেডকে/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর