তারাবো পৌরসভায় জাতীয় শিশু দিবস পালিত
১৭ মার্চ ২০১৯ ১৭:৫০
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভা কার্যালয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকালে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর উদ্যোগে এ দিবসটি পালন করা হয়। শিশু দিবস উপলক্ষে তারাবো পৌরসভা কার্যালয়ে চিত্রাংকন, বক্তৃতা, গান ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘অধিকারহারা বাঙালি জাতিকে মুক্তির মাধ্যমে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৃতীয় বিশ্বের নির্যাতিত, নিপীড়িত মানুষের মুক্তির অগ্রদূত।’
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। আর সে লক্ষ্য নিয়েই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘জাতির পিতা আমাদেরকে স্বধীনতা এনে দিয়েছেন। দেশকে যেভাবে তিনি উন্নত করতে চেয়েছিলেন, তার কন্যা শেখ হাসিনা সেভাবেই কাজ করে যাচ্ছেন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।
সভাপতির বক্তব্যে তারাবো মেয়র বলেন, ‘শিশুদের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মমতা ছিল অপরিসীম। তাই ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে শিশুদের জন্য উৎসর্গ করেছে আওয়ামী লীগ সরকার। বঙ্গবন্ধুর জম্মদিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত খুশির দিন। কারণ তার নেতৃত্বে বাঙালি জাতি পেয়েছে মুক্তির স্বাদ। অর্জন করেছে স্বাধীন বাংলাদেশ।’
মেয়র হাসিনা গাজী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।’
হাসিনা গাজী আরও বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। কারণ প্রতিটি শিশুই একদিন বড় হয়ে সমাজে নেতৃত্ব দিবে। দেশ পরিচালনা করবে। তাই প্রতিটি শিশুকে অনুকূল পরিবেশ দিতে হবে, তারা যেন সুশিক্ষিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে ‘
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিষ্ট গবেষক লায়ন মীর আব্দুল আলীম, তারাবো পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভুঁইয়া, তারাবো পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাাফজুর রহমান শাহিন, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন ভুঁইয়া ও আব্দুল মান্নান ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহেরসহ অনেকে।
সারাবাংলা/এমএইচ