Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ার ১২ উপজেলায় ভোট সোমবার, প্রস্তুত ৯৫৪টি কেন্দ্র


১৭ মার্চ ২০১৯ ২২:৪৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বগুড়া: আগামীকাল সোমবার (১৮ মার্চ) বগুড়ার ১২টি উপজেলা পরিষদে নির্বাচন। এরইমধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে ৯৫৪টি কেন্দ্র।

রোববার (১৭ মার্চ) দুপুরেই ১২টি উপজেলার সবকটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শেষ হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জানিয়েছেন, ভোটগ্রহণ ও ফলাফল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন তৎপর। মোতায়েন করা হয়েছে র‌্যাব, পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ হাজার সদস্য। এছাড়া পুলিশের ১০৬টি মোবাইল টিম, ২৪টি স্ট্রাইকিং ফোর্স এবং ১০০টি টিম থাকবে স্ট্যান্ডবাই ফোর্স হিসেবে প্রস্তত থাকবে।

জেলার ১২ উপজেলায় ১০৮টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভার ২৫ লাখ ৩৮ হাজার ১৫৬ জন ভোটারের জন্য ৯৫৪টি ভোটকেন্দ্র এবং ৬ হাজার ৬০২টি কক্ষ রয়েছে। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ১৩৩ জন।

এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪০ জন, ভাইস চেয়ারম্যান ৫০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৪৩ জন। তবে বগুড়ার শেরপুর ও আদমদীঘি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দু’জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সারাবাংলা/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর