Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হয়েছে সিলেটে


১৮ মার্চ ২০১৯ ১০:০৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিলেট: শন্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে সিলেটের ১২টি উপজেলার ৮১৬টি কেন্দ্রে। সকাল থেকে ভোটার উপস্থিতিও রয়েছে ভালো। সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া কেন্দ্রগুলোর বাইরে রয়েছে স্ট্রাইকিং ফোর্স।

এবার সিলেটে ১৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ভোটাররা জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাতে তারা সন্তুষ্ট।

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান এই তিনটি পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সিলেট বিভাগের সিলেট ও মৌলভিবাজারের ১৯ উপজেলায় নির্বাচন: সিলেট জেলার সিলেট সদর, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, গোলাপগঞ্জ ও বিয়ানিবাজার। মৌলভিবাজার জেলার মৌলবীবাজার সদর, বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল।

সারাবাংলা/এমআই

ভোট সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর