Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মকর্তার দোষ প্রমাণ হলে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী


২২ জানুয়ারি ২০১৮ ১৫:১৭ | আপডেট: ১৮ মার্চ ২০১৮ ২২:২৪

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা : মন্ত্রণালয়ের কর্মকর্তার দোষ প্রমাণ হলে, আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোমবার এক ব্রিফিংয়ে এ কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

জঙ্গিবাদে অর্থ সহায়তা ও ঘুষ বাণিজ্যে সম্পৃক্ত থাকার অভিযোগে দুই কর্মকর্তাকে গ্রেফতার পরবর্তী প্রতিক্রিয়া জানাতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, দুই কর্মকর্তাকে গ্রেফতারের বিষয়টি মন্ত্রণালয়ে ডিবির পক্ষ থেকে অবগত করা হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিনকে গুলশান থেকে, শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিও) মোতালেব হোসেনকে মোহাম্মদপুরের বছিলা থেকে গ্রেফতার করা হয়।

দুইজনের পরিবার থেকে দাবি করা হয়েছিল কে বা কারা তাদের তুলে নিয়ে গেছে।  এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় জিডিও করা হয়। রোববার রাতে জানা যায়, তারা ডিবির হাতে গ্রেফতার হয়েছিলেন।

জঙ্গিবাদে সহায়তার অভিযোগে লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হোসেন মতিনকেও একই দিন গ্রেফতার দেখানো হয়।

এদিকে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কারো বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থ সহায়তা অাবার কারো বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

সারাবাংলা/জিএস/এসআরপি/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর