Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে দুই কোটি টাকার স্বর্ণসহ ২ এয়ার হোস্টেস আটক


১৮ মার্চ ২০১৯ ১২:০৬ | আপডেট: ১৮ মার্চ ২০১৯ ১২:১০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬ পিস স্বর্ণবারসহ সৌদি এয়ারলাইন্সের ২ হোস্টেসকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। সোমবার (১৮ মার্চ) সকালে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী।

তিনি জানান, রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকায় আসা সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটে ওই দুই এয়ার হোস্টেস ছিলেন। পরে বিমানবন্দর আর্মড পুলিশের সহায়তায় তাদের আটক করে ঢাকা কাস্টম হাউস। আটক দুই কেবিন ক্রু হলো- সায়মা আক্তার ও ফারজানা আফরোজ। তারা বাংলাদেশের নাগরিক।

জানা গেছে, সায়মা আক্তারের অন্তর্বাস থেকে ২৬ পিস এবং ফারজানার অন্তর্বাস থেকে ১০ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। আটককৃত সোনার মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

সারাবাংলা/এসজে/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর