Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাট ফাঁকির কোটি টাকা পরিশোধ করলো আশা


১৮ মার্চ ২০১৯ ১৫:০৩

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: ভ্যাট ফাঁকির ১ কোটি ২২ লাখ টাকা পরিশোধ করেছে এনজিও ‘আশা’। ঢাকা পশ্চিমের ভ্যাট কমিশনের একটি অডিট দল ভ্যাট ফাঁকির বিষয়ে তদন্ত করার পরই এই অর্থ পরিশোধ করল ’আশা’।

সোমবার (১৮ মার্চ) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. মইনুল খান।

তিনি জানান, এক পত্রের মাধ্যমে আশা কর্তৃপক্ষ ঢাকা পশ্চিম কমিশনারকে এই তথ্য জানিয়েছেন। এনজিওটি সোমবার সোনালী ব্যাংকের কলেজ গেট শাখায় তিনটি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে এই টাকা পরিশোধ করে। ঢাকা পশ্চিমের একটি দল ২০১৫ থেকে ২০১৭-২০১৮ অর্থবছর পর্যন্ত বিভিন্ন আর্থিক লেনদেনের তথ্য নিরীক্ষায় দেখতে পায় যে, ঐ সময়ে আদায়যোগ্য ভ্যাট আশা কর্তৃপক্ষ পরিশোধ করেনি।

মইনুল খান আরও জানান, গত ১১ মার্চ আশা কর্তৃপক্ষ বরাবর ভ্যাট ফাঁকির ১ কোটি ২২ লাখ কোটি টাকার দাবিনামা জারি করে ৭ দিনের মধ্যে তা জমা দেয়ার নোটিশ ইস্যু করা হয়। এই টাকা সময়মতো পরিশোধ না করায় এখন এনজিওটিকে ভ্যাট আইন অনুযায়ী অতিরিক্ত হিসেবে ওই টাকার ওপর মাসিক ২ শতাংশ হারে সুদ জমা দিতে হবে।

সারাবাংলা/এসজে/জেএএম

ভ্যাট ফাঁকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর